রাজধানীর বাতাসের মানের উন্নতি, অবস্থান পঞ্চমে

রাজধানীর বাতাসের মানের উন্নতি, অবস্থান পঞ্চমে

ফাইল ছবি

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো এবং ১৭৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা।

টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার পর ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা যায় সবচেয়ে দূষিত ১০টি শহরের ৯টিই এশিয়ার। তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং। এরপর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তালিকায় পাকিস্তানের পরেই (৪র্থ) রয়েছে তাইওয়ানের কাউসুং। এরপর এ তালিকায় ঢাকার অবস্থান। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের মুম্বাই, কাতারের দোহা, চীনের সাংহাই এবং চেংডু।