আজাদী ময়দানে ৪ দিনব্যাপী নাট্য উৎসব

আজাদী ময়দানে ৪ দিনব্যাপী নাট্য উৎসব

সংগৃহীত

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘রাজবাড়ী থিয়েটার’র চার যুগ পূর্তি হয়েছে। সে উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব। জেলা শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে এ উৎসব চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সম্প্রতি রাজবাড়ীর মেজবাহ-উল-করিম রিন্টু স্মৃতি সংস্কৃতি চর্চা কেন্দ্রে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত তুলে ধরেন নাট্যদলটির মুখ্য ব্যক্তিরা। এ উৎসবের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’।

নাট্যদলটির সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল জানান, উৎসবের উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

এ উৎসবে বাতিঘর নাট্যদলের দুটি নাটক মঞ্চায়িত হবে। এগুলো হলো- ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাকার বকুলের রচনা ও নির্দেশনায় ‘ঊর্নাজাল’ এবং ১১ ফেব্রুয়ারি একই সময়ে  মুক্তনীলের নির্দেশনায় ‘মাংকি ট্রায়াল’।

এছাড়াও উৎসবে প্রদর্শিত হবে রাজবাড়ী থিয়েটারের প্রযোজনায় ‘কবর’, বহুবচন থিয়েটার পাংশার প্রযোজনা ‘বৈতংসিক’, স্বদেশ নাট্যাঙ্গণের ‘চন্দ্রগ্রহণ’, অল্টারনেটিভ লিভিং থিয়েটার (কলকাতা) ‘লং মার্চ’, ফরিদপুরের বাংলা থিয়েটারের ‘সাইরেন’ ইত্যাদি নাটক।