সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারের চারজন যাত্রী আহত হন। তাদেরকে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুর নাম সৌম্য দেব (১০)। সে মৌলভীবাজার জেলার সদর উপজেলার কমলাকলস গ্রামের সন্তোষ দেবের ছেলে। অপরজন হলেন একই গ্রামের দীগেন্দ্র কুমার দে’র ছেলে প্রাইভেটকার চালক বাবুল দে (৫০)।

আহতরা হলেন- সৌম্য’র বাবা সন্তোষ দেব, মা রিপা কর, বোন মৌ দে (৫) ও বৃষ্টি (১৫)।

বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ও ওসমানী হাসপাতালে দায়িত্বরত এসবি পুলিশের সদস্য মো: জনি চৌধুরী।

জানা গেছে, তেতলীস্থ হাবিব হোসেন অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে হবিগঞ্জগামী একটি বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি বাসের সামনের অংশের ভেতর ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেটকারের চালক ও যাত্রীদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশু সৌম্য দেবকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রাইভেটকারের চালক বাবুল দে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়েল চৌধুরী জানান, আহতরা চিকিৎসাধীন আছেন।