ভূমিকম্পের ১৭০ ঘণ্টা পর ১ নারীকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ১৭০ ঘণ্টা পর ১ নারীকে জীবিত উদ্ধার

সংগৃহীত

তুরস্কে ভূমিকম্পের ১৭০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ৪০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার তাকে উদ্ধার করা হয়।

সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৪০ বছর বয়সী ওই নারীর নাম সিবেল কায়া। তুরস্কের উদ্ধারকারীরা গাজিয়ানটেপ প্রদেশের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করেছে।

এর আগে, ১৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ৭ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করা হয়। সেই সাথে, জীবিত উদ্ধার করা হয় ১৩ বছর বয়সী এক মেয়ে এবং ২৭ বছর বয়সী এক পুরুষকেও। তুরস্কের হেতে প্রদেশে ঘটে এই ঘটনা।

গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ‘অলৌকিক’ভাবে বেঁচে থাকা মানুষগুলো জীবিত উদ্ধার হচ্ছে।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার লোক নিহত হয়েছেন। গত সোমবার ভোরে প্রধান ভূমিকম্পটির দেশ দুটিতে দুই হাজার চার শ'টি আফটারশক হয়েছে।


সূত্র : আল-জাজিরা