নারী আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

নারী আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

সংগৃহীত

বাংলাদেশের কোনো ক্রিকেটার ডাক পায়নি ভারতে অনুষ্ঠিতব্য নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামে। সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ডব্লিউপিএলের মেগা নিলাম। এদিন সেখানে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তারের নাম উঠলেও আগ্রহ প্রকাশ করেনি কোনো দল।  

জানা গেছে, এবার নিলামে নাম ছিল ৯ বাংলাদেশি ক্রিকেটারের। ভিন্ন সব ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের সব নারী ক্রিকেটাররা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা, সালমা ও স্বর্ণা ছাড়াও নাম লিখিয়েছিলেন রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, রিতু মনি ও সোবহানা মোস্তারি। 

ভারতীয় গণমাধ্যম বলছে, সোমবার পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ৫৯.৩ কোটি রূপি খরচ করে ৮৭ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এই নিলামে রাতারাতি কোটিপতি হয়েছেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রিত কৌর। নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন মান্ধানা। ৩.৪ কোটি রূপিতে তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ রূপিতে বিক্রি হয়েছেন ভারত জাতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।