বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি

বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি

ফাইল ছবি

ভারতের ইনকাম ট্যাক্স অফিস বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে বিবিসির দিল্লি অফিসে তল্লাশির জন্য ঢোকে ইনকাম ট্যাক্স অফিসের কর্মকর্তারা।

ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর একটি ডকুমেন্টারি সিরিজ প্রচার নিয়ে ব্যাপক বিতর্ক হয়। 
ঘটনার পর ইনকাম ট্যাক্স অফিসের কর্মকর্তারা আন্তর্জাতিক কর ও স্থানান্তর মূল্যের অনিয়মে বিবিসির বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি জরিপ চালায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তল্লাশি চালানো হচ্ছে।

ইতোমধ্যে কম্পিউটার জব্দ এবং কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। কারও সঙ্গে তথ্য শেয়ার না করতে বলা হয়েছে সাংবাদিকদের । 

যদিও কর্মকর্তারা বলছেন, এটা কোনো তল্লাশি নয়, জরিপেরই একটা অংশ। আয়কর অফিসের একটি সূত্র বলছে, কর্মকর্তারা অ্যাকউন্ট বুক চেক করতে গেছেন, এটা তল্লাশি নয়।