স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ সু শাসনের প্রথম ধাপ : প্রধান তথ্য কমিশনার

স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ সু শাসনের প্রথম ধাপ : প্রধান তথ্য কমিশনার

ছবি:সংগৃহীত

স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ সু শাসনের প্রথম ধাপ। তথ্য অধিকার আইন একমাত্র আইন যা জনগণ কর্তৃপক্ষের উপর প্রয়োগ করতে পারে। অন্য সকল আইন প্রণিত হয়েছে জনগনের উপর প্রয়োগ করার জন্য। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে জনগন ক্ষমতায়িত হয়। রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়। আজ দুপুরে যশোর মণিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের সিটিকে আদর্শ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ইউকেএইড এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এমআরডিআই ও জাগ্রত নাগরিক কমিটির যৌথভাবে আয়োজিত ৫দিন ব্যাপী তথ্য অধিকার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এসব কথা বলেন। তিনি আরও বলেন,এই তথ্য অধিকার ক্যাম্প মানুষের জানার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম,মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী,এম আর ডি আই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,নাগরিক সমাজ,শিক্ষক,ছাত্র,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

তথ্য অধিকার ক্যাম্পে ভোজগতি ইউনিয়নের ৩০ জন নারী-পুরুষ অংশ গ্রহণ করছেন।