‘মড়ার উপর খাঁড়ার ঘা’, আইএমএফের ঋণ পেতে এবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে শ্রীলঙ্কা

‘মড়ার উপর খাঁড়ার ঘা’, আইএমএফের ঋণ পেতে এবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে শ্রীলঙ্কা

সংগৃহীত

চরম অর্থনৈতিক সংকটে বেহাল দশা এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার। জ্বালানি সংকটে এরই মধ্যে নাভিশ্বাস দেশটির জনগণের। এতে দেশটির জনগণের মাঝে অসন্তোষ দেখা দেয় এবং এক পর্যায়ে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় দেশ ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট। অস্থির হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন।

এমতাবস্থায় অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া শ্রীলঙ্কা। কিন্তু সংস্থাটির শর্ত নিয়ে বিপাকে দেশটি। ঋণ পেতে বাড়াতে হচ্ছে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়াচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি। চরম সংকটকালে এই সিদ্ধান্ত যেন দেশটির জনগণের ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

এদিকে, দাম বৃদ্ধির ফলে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভবপর হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

বিদ্যুতের দাম বৃদ্ধি শ্রীলঙ্কানদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এমনিতেই ৫৪ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতিতে নাকাল দেশটির জনগণ। বিদ্যুতের আরেক দফা দাম বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে হাজির হচ্ছে। কিন্তু সরকারের সামনেও ঋণ নেওয়া ছাড়া আপাতত কোনও বিকল্প নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বল্পতায় প্রয়োজনীয় আমদানিতে হিমশিম খাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি।

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা বলেন, “আমরা জানি, এটা সাধারণের বিশেষ করে দরিদ্রদের জন্য খুব কঠিন হবে। কিন্তু শ্রীলঙ্কা এমন অর্থনৈতিক সংকটে পড়েছে, যেখানে এ ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া কোনও উপায় নেই।”

তিনি আরও জানান, এর মাধ্যমে আইএমএফ প্রোগ্রামের আওতায় ঋণ প্রাপ্তির আরও কাছে যাচ্ছে শ্রীলঙ্কা।

বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছেন সিলন ইলেকট্রিসিটি বোর্ডের (সিইবি) এক কর্মকর্তা। দাম বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত ২৮ হাজার ৭০০ কোটি রুপি আয় বাড়াতে সক্ষম হবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

সাত দশকের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। গত সেপ্টেম্বরে আইএমএফের সঙ্গে ২৯০ কোটি ডলারের ঋণ সহায়তার সমঝোতায় পৌঁছেছে ঋণভারে জর্জরিত দেশটি। সূত্র: রয়টার্স