ইসলামী বিশ্ববিদ্যালয় : ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে তথ্য প্রমাণাদি চেয়ে গণবিজ্ঞপ্তি

ইসলামী বিশ্ববিদ্যালয় : ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে তথ্য প্রমাণাদি চেয়ে গণবিজ্ঞপ্তি

ইসলামী বিশ্ববিদ্যালয় : ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে তথ্য প্রমাণাদি চেয়ে গণবিজ্ঞপ্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসাবিক হলে এক নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনা তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের তদন্ত কমিটি। তদন্ত কমিটি সুষ্ঠু তদন্তের স্বার্থে গণবিজ্ঞপ্তি দিয়ে তথ্য ও প্রামাণাদি আহবান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে আনুমানিক রাত ১১টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত উদ্ভুত পরিস্থিতি বিষয়ের সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিষয়ে কারোর নিকট কোনো তথ্য প্রমাণাদি থাকলে তা লিখিত আকারে/সশরীরে প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির অফিসে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।