টি-টোয়েন্টি : ওয়াসিমের ব্যাটিংয়ে আফগানিস্তানকে হারালো আরব আমিরাত

টি-টোয়েন্টি : ওয়াসিমের ব্যাটিংয়ে আফগানিস্তানকে হারালো আরব আমিরাত

টি-টোয়েন্টি : ওয়াসিমের ব্যাটিংয়ে আফগানিস্তানকে হারালো আরব আমিরাত

ওপেনার মুহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত ৯ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা আনলো আরব আমিরাত। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে জিতেছিলো আফগানিস্তান।আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি আফগানদের। ২৬ রানে ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে ওপেনার হযরতুল্লাহ জাজাই ও নাজিবুল্লাহ জাদরানের ৩৭ বলে ৩৭ রানের জুটিতে লড়াইয়ে ফিরে আফগানিস্তান। ২৯ বলে ২৭ রান করে ফিরেন জাজাই।

ষষ্ঠ উইকেটে ২৫ বলে দ্রুত ৪০ রান তুলে আফগানিস্তানের রান ১শ পার করেন জাদরান ও আজমতুল্লাহ ওমারজাই। সপ্তম উইকেটে জাদরানের সাথে ১১ বলে অবিচ্ছিন্ন ২১ রান যোগ করে আফগানিস্তানকে লড়াকু পুঁজি এনে দেন রশিদ খান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৭ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ৫টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৩৭ রান করেন জাদরান। ১টি করে চার-ছক্কায় ৭ বলে ১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন রশিদ।১৩৮ রানের জবাবে ওয়াসিমের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৬৮ রান পায় আরব আমিরাত। পাওয়া-প্লে তেই ২২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি করেন ওয়াসিম। সতীর্থ বৃত্তিয়া অরিবন্দকে নিয়ে ১৪ ওভারে দলকে ১১৯ রানের সূচনা এনে দেন ওয়াসিম।

নাভার্স-নাইন্টিতে ওয়াসিমকে থামিয়ে আরব আমিরাতের উদ্বোধনী জুটি ভাঙ্গেন আফগানিস্তানের পেসার করিম জানাত। ৮টি চার ও ৭টি ছক্কায় ৫০ বলে ৯১ রান করে আউট হন ওয়াসিম।ওয়াসিম ফেরার পর অধিনায়ক চুন্দঙ্গাপয়িল রিজওয়ানকে নিয়ে আরব আমিরাতে জয় নিশ্চিত করেন অরবিন্দ। ২টি চারে ৪৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন অরবিন্দ। ৯ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।আজ রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে আরব আমিরাত ও আফগানিস্তান।

সূত্র : বাসস