চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খনির ছাদ ধসে ৫জন নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খনির ছাদ ধসে ৫জন নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খনির ছাদ ধসে ৫জন নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি খনির ছাদ ধসে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। অন্যদিকে, উত্তর চীনে গত সপ্তাহে ধসে পড়া খনির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৪৭ শ্রমিকের বেঁচে থাকার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রবিবার সকালে সিচুয়ান প্রদেশের একটি খনির ছাদের কিছু অংশ ধসে পড়ার সময় ২৫ জন খনি শ্রমিক মাটির নিচে ছিলেন। এদের মধ্যে পাঁচজন নিহত, তিনজন গুরুতর আহত এবং অন্যরা উপরে উঠে আসতে সক্ষম হয়।প্রতিবেদনে আরও বলা হয়েছে যে খনিটিতে কয়লা উৎপাদন করা হতো না।

অন্যদিকে, ছয় দিন আগে ইনার মঙ্গোলিয়ান অঞ্চলের আলক্সা লিগের ওই খনির প্রাচীর ধসে পড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।জিনপিং দেশটির স্থানীয় কর্তৃপক্ষকে মঙ্গোলিয়ার অন্যান্য খনিগুলো পরিদর্শন এবং সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের নির্দেশ দিয়েছেন।

শনিবার উদ্ধার অভিযানের শেষ অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছে, আরও যন্ত্রপাতি আনার জন্য দুটি করিডোর পরিষ্কার করা হয়েছে এবং স্থল-অনুপ্রবেশকারী রাডারও মোতায়েন করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, জীবিতদের শনাক্ত করার জন্য ভারি যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম, উদ্ধারকারী কুকুর এবং এক হাজারেরও বেশি উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

সূত্র  : ইউএনবি