দু’মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ানোর চাপ

দু’মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়ানোর চাপ

ফাইল ছবি

দু’মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে তিনবার। প্রতিবারই গ্রাহক পার্যায়ে বাড়ানো হয়েছে শতকরা পাঁচভাগ করে। বিশ্লেষকরা বলছেন, দু’মাসে ১৫ ভাগ বলা হলেও বাস্তবে তার চেয়ে বেশি বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, সরকার যে ভর্তুকির কথা বলছে, বাস্তবে তা ধোপে টেকে না। কারণ, এখন জ্বালানি তেল আর গ্যাসে ভর্তুকি দিতে হয় না। বিদ্যুতে কত ভর্তুকি দিতে হয়, তা স্পষ্ট নয়। আর ভর্তুকি দিতে হলেও বিদ্যুৎ খাতে অপ্রয়োজনীয় খরচের কারণে হচ্ছে বলে তারা মনে করছেন।

গত ১২ ও ৩০ জানুয়ারি শতকরা পাঁচ ভাগ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। আর ২৮ ফেব্রুয়ারি আবারো পাঁচ ভাগ বাড়নো হয়, যা ১ মার্চ থেকে কার্যকর করা হয়েছে।

বিদ্যুতের নতুন মূল্যহার অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম ব্যবহারকারী শ্রেণিতে প্রতি ইউনিটের দাম চার টাকা ১৪ পয়সা থেকে বেড়ে হয়েছে চার টাকা ৩৫ পয়সা। এটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, যাদের সর্বোচ্চ ব্যবহার ৫০ ইউনিট, যারা একটি বা দু’টি লাইট ও ফ্যান ব্যবহার করেন তাদের জন্য। পরের ধাপে চার টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে চার টাকা ৮৫ পয়সা। আর আবাসিক খাতে সর্বোচ্চ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে ১২ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৩ টাকা ২৬ পয়সা। কৃষিকাজের সেচে ব্যবহৃত বিদ্যুতের দাম চার টাকা ৫৯ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে চার টাকা ৮২ পয়সা।

সরকার চলতি বছর থেকে বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় শুরু করেছে। আর ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১১ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হলো।

ফের বেড়েছে বিদ্যুতের দাম, কী বলছেন সাধারণ মানুষ
রফিক রাফি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। তিনি বলেন,‘বিদ্যুতের দাম এখন প্রতি মাসেই বাড়ছে। এখন তো আমার পরিবারের অবস্থা বিদ্যুতের দামের চাপের কারণে খুবই খারাপ। আগে আমার পরিবারে প্রতি মাসে বিদ্যুতে খরচ হতো তিন হাজার টাকা। এখন খরচ হবে চার হাজার টাকা। গরম এসে যাচ্ছে। বিদ্যুতের ব্যবহার আরো বাড়বে।’

তার কথায়, ‘বিদ্যুতের দামের সাথে অন্য জিনিসের দামও বাড়ে। এরই মধ্যে মুরগির দাম বেড়েছে। বাজারে তো আজকে (বৃহস্পতিবার) মুরগি নাই। অন্য নিত্য পণ্যের দামও আবার বাড়তে শুরু করেছে। আমার সীমিত আয়ে এখন জিনিসপত্রের ব্যবহার কমিয়ে দিতে হবে।’

একই কথা বলেন আরেক চাকরিজীবী এস এম মিন্টু।

এস এম মিন্টু বলেন, ‘আমার মাসিক দুই হাজার ৫০০ টাকা বিদ্যুৎ বিল তিন হাজার ৫০০ টাকা হয়ে যাবে। আমি আমার পরিবার চালাতে হিমশিম অবস্থার মধ্যে পড়ে যাব। খাদ্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। বাচ্চার স্কুল খরচ কিভাবে যে চালাবো জানি না।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রীরা এখনো বিদ্যুতের দাম সহনীয় বললেও আমার মতো যারা আছেন তাদের জন্য এটা কোনোভাবেই সহনীয় নয়। আমরা আসলে আরো চাপের মুখে পড়লাম।’

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম বলেন, ‘এভাবে বার বার বিদ্যুতের দাম বাড়ানোয় তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রফিট মার্জিন কমে যাচ্ছে। আমরা বার বার বিদ্যুতের দাম বাড়ার কথা বলায় ক্রেতারা বিব্রত হচ্ছেন। গত দু’বছরে ২১৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের দাম বাড়ার ফলে আরো ছোট ছোট পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। শ্রমিকরা চাকরি হারাবে। মূল্যস্ফীতিও আরো বাড়বে। ফলে আমাদের ওপর তারা বেশি বেতনের চাপ দেবে।’

তিনি আরো বলেন, ‘অন্য শিল্প কারখানাও বিদ্যুতের দাম বাড়ায় একই পরিস্থিতির মুখে পড়ছে। সবচেয়ে বড় কথা দাম বাড়ানোর পরো আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না। উৎপাদন ব্যাহত হচ্ছে।’

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘এমনিতেই আমরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছি। বিদ্যুতের দাম বাড়ায় এটা আরো বাড়বে। ফলে সব কিছুর দাম আরো এক ধাপ বেড়ে যাবে। যার চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষের।’

তিনি আরো বলেন, ‘এর ফলে কৃষি, শিল্পসহ সব উৎপাদন খাতে খরচ বেড়ে যাবে।’

দাম বাড়ানো কতটা যৌক্তিক?
এস এম নাজের হোসেন বলেন, ‘সরকার বলছে তারা ভর্তুকি কমাতে দাম বাড়াচ্ছে। এর সাথে আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ। কিন্তু আমার বিবেচনায় বিদ্যুৎ খাতে অপচয়, অব্যবস্থাপনা দূর করলে দাম বাড়াতে হতো না। আসলে দুর্নীতি ও পরিকল্পনাহীনতার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।’

সরকার দাবি করছে যে চলতি অর্থ বছরেও বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দিতে হবে ৪০ হাজার কোটি টাকা। সরকার বলছে, এখন প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ১৬-১৭ টাকা খরচ হচ্ছে। আর সরকারের পরিকল্পনা হলো বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে দেয়া।

কিন্তু বুয়েটের অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম তামিম বলেন, ‘আসলে বিদ্যুৎখাতে এখন কত ভর্তুকি দিতে হয় তা পরিস্কার নয়। সরকার সেটা প্রকাশও করছে না। সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসে আর ভর্তুকি দিতে হয় না। জ্বালানি তেলে এখন বিপিসি তো লাভ করছে। যদি বিদ্যুৎখাতে ভর্তুকি লাগেই তাহলে সরকার ওই দুই খাতের টাকা সমন্বয় করুক।’

তিনি আরো বলেন, ‘আসলে অর্থনীতির প্রকৃত চিত্রও আমরা পাচ্ছি না। অর্থনীতির কী অবস্থা সে ব্যাপারে কেউ কথা বলছেন না। অর্থনীতির শক্তির ওপর ভর্তুকির সক্ষমতা নির্ভর করে।’

তার মতে, ‘প্রতিবার শতকরা পাঁচ ভাগ বাড়ানো হচ্ছে। তিনবারে ১৫ ভাগ। কিন্তু বাস্তবে এর চেয়ে বেশি। কারণ, এটা কিউমিলিটিভ হারে বাড়ানো হচ্ছে। এটা সরকারের একটি কৌশল। কিন্তু সাধারণ মানুষ এর চাপ নিতে পারছে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের যে গ্যাস আছে তা উত্তোলনের ব্যবস্থা সময় মতো করিনি। এখন তুলতে যে টাকা দরকার, আমাদের তা নেই। আবার কয়লার দাম বেড়েছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সরকার এখন নতুন চুক্তিতে নো ইলেকট্রিসিটি, নো পেমেন্টের কথা বললেও সে রকম কয়টি তা-ও জানা প্রয়োজন। এর সাথে আছে অদক্ষতা। সিস্টেম লসের নামে চুরি আছে। এই সব জায়গা দেখলে আসলে উৎপাদন খরচ কমে আসবে।’

জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী সামসুল আলম বলেন, ‘আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথে অসম ও অযৌক্তিক চুক্তি করা হয়েছে। আদানি তার সবচেয়ে বড় প্রমাণ। রামপাল ও পায়রায় একই কাজ করা হয়েছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দেরি হচ্ছে, তাই আমাদের উল্টো রাশিয়াকে জরিমানা দিতে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? আর ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নামে অর্থ অপচয় তো আছেই।’

তিনি আরো বলেন, ‘আসলে পরিকল্পিতভাবে এই খাতকে বিপর্যয়ের মুখে ফেলা হচ্ছে। আমরা শেষ পর্যন্ত বিদ্যুতের আমদানি নির্ভর হয়ে যাই কিনা সেটাই দেখার বিষয়।’

সূত্র : ডয়চে ভেলে