পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ভবন নির্মাণ করবে ডিএনসিসি

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ভবন নির্মাণ করবে ডিএনসিসি

ফাইল ছবি

গাবতলী সিটি পল্লিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই লক্ষ্যে এই প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটি এবং দরপত্র উন্মুক্তকরণ কমিটি গঠন করেছে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এরই মধ্যে পৃথক দুটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এই প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারপারসন করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে। এছাড়া এই প্রকল্পের পরিচালককে কমিটির সদস্য সচিব এবং অঞ্চল-৪ এর নির্বাহী প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।

অন্যদিক এই প্রকল্পের দরপত্র উন্মুক্তকরণ কমিটিতে প্রকল্পের পরিচালককে কমিটির চেয়ারপারসন এবং অঞ্চল-৪ এর নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। পৃথক এই দুই কমিটি দ্রুততার সঙ্গে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং সার্বিক বিষয় সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে হবে।