মোদিকে স্বাগত জানানো উচিত : কাদের

মোদিকে স্বাগত জানানো উচিত : কাদের

ছবি:সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর প্রতিহত করার ঘোষণায় সরকার মোটেও বিব্রত নয় ।মুজিববর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো উচিত।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ে নিজ দফতরেরে ভারতের পররাষ্ট্র সচিব শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলের মতবিনিময় শেষে এক সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আমরা মোটেই বিব্রত নই। আমরা মনে করি যারা এটা করছেন তাদের করাটা উচিত হচ্ছে না।তিনি বলেন,মুজিববর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো উচিত।

নরেন্দ্র মোদির সফর নিয়ে তাদের কোন পরামর্শ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে তারা কিছু বলেনি। তারা মনে করেন যে এই সফর ভলো সফর হবে। বাংলাদেশের জনগণ ৭১ এর বন্ধনকে স্মরণ করে ভালোভাবে নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুলত আসছেন মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে। কাজেই অতিথির সঙ্গে বাংলাদেশের মানুষ ভালো ব্যবহার করবে এটাই তারা প্রত্যাশা করে।