২ দিন বন্ধ রাবি’র ক্লাস-পরীক্ষা

২ দিন বন্ধ রাবি’র ক্লাস-পরীক্ষা

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে আগামী ২ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে প্রশাসন জানিয়েছে। একইসাথে বলা হয়েছে, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

ঘটনার একপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এ সময় মেয়র সব পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দেন। এরপরও সংঘর্ষ চলছে বলে জানা গেছে। পরে সার্বিক পরিস্থিতি সামাল দিতে মেয়রের সাথে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় ভিসি বলেন, আগামী ২ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী ৫ দিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে সার্বক্ষণিক বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আশপাশের মেসগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে।

এখনো পর্যন্ত এ সংঘর্ষে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে রাবি কর্তৃপক্ষ দাবি করেছে।

রাবি প্রো-ভিসি সুলতান উল ইসলাম বলেছেন, ‘আমাদের অন্তত তিন শ’ শিক্ষার্থী আহত হয়েছে। অ্যাম্বুলেন্সে কাভার করা যাচ্ছে না। আমরা তাদের বাস দিয়ে রামেকে (রাজশাহী মেডিক্যাল কলেজ) পাঠাচ্ছি। আমরা দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।'