সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ মার্চ) বিকেল ৫টায় উপজেলার জাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল কাদের সরদার (৬৫)।

আটককৃতরা হলেন, জাতপুর গ্রামের রাজু সরদার (২০) ও তার আত্মীয় ইমরান হোসেন (২৮)।

নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, চাচা খোদাবক্স সরদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে খোদাবক্স সরদারের জামাই ইমরান হোসেন লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, রোববার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।