রমজানে সর্বোচ্চ একবার ওমরাহর সুযোগ

রমজানে সর্বোচ্চ একবার ওমরাহর সুযোগ

রমজানে সর্বোচ্চ একবার ওমরাহর সুযোগ

পবিত্র রমজানে একজন ব্যক্তি সর্বোচ্চ একবার ওমরাহ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।দেশটির সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, অন্যদেরও ওমরাহ আদায়ের সুযোগ করে দিতে মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, রমজানে একজনের একবার ওমরাহ- এই শর্তারোপ করার উদ্দেশ হলো- অন্যরা যাতে সহজে ও প্রশান্তিতে ওমরাহ পালন করতে পারেন।মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে ওমরাহ ইচ্ছুক মুসল্লিদের উদ্দেশে বলা হয়েছে, যারা ওমরাহ করতে চান, তারা ‘নাসক’ অ্যাপের মাধ্যমে পারমিট চালু করুন এবং সময় কাজে লাগান।

মন্ত্রণালয় আরো বলছে, এবার ওমরাহর নির্দিষ্ট তারিখ পরিবর্তনের সুযোগ রাখা হয়নি। এই পরিস্থিতিতে যারা নাসক অ্যাপে পারমিট নিয়েছেন, তারা যদি ওমরাহর তারিখ বদল করতে চান, তাহলে তাদের পারমিট বাতিল করতে হবে এবং ফের পারমিট নিতে হবে।