ইবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ইবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ছবি- নিউজজোন বিডি

ইবি প্রতিনিধি : নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন শেষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে শহীদ স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য।

এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। পরে পর্যায়ক্রমে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী সমিতি, প্রগতিশীল বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শেষে শহীদদের মাগফিরাত কামনায় দু’আ অনুষ্ঠিত হয়। এছাড়া শাখা ছাত্রলীগ পৃথকভাবে আনন্দ মিছিল করে ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।