মাওয়া ঘাটে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

মাওয়া ঘাটে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

ফরহাদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে।

নিহতের বন্ধু জয় বলেন, সন্ধ্যার পর আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ঢালে একটি ট্রাকের ধাক্কায় ফরহাদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।