হাইকোর্টে প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন আবেদন

হাইকোর্টে প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন আবেদন

ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়। এছাড়া পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাপারসন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এই মামলার বাদি আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। গত বৃহস্পতিবার এ মামলায় শামসুজ্জামান শামসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।