যশোরে স্কুল লাইব্রেরির রাস্তা দখলকারীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ সমাবেশ

যশোরে স্কুল লাইব্রেরির রাস্তা দখলকারীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি : সংবাদাতা

যশোরের অভয়নগর উপজেলার মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের লাইব্রেরির রাস্তা দখলকারীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল মাঠে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্কুল কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীনের সভাপতিত্বে সভায় স্কুল কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ব্ক্তারা বলেন, বিদ্যালয়ের লাইব্রেরি নির্মাণের জন্য সরকার এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেইসাথে স্থানীয় এমপি রণজিৎ কুমারও লাইব্রেরি নির্মাণে ১৫ লাখ টাকা দিয়েছেন। লাইব্রেরি নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হলেও যাতায়াতের পথটি দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী কয়েক ভূমিদস্যু। দফায় দফায় চেষ্টা করেও রাস্তাটি উদ্ধার করা সম্ভব হয়নি। বরং ম্যানেজিং কমিটির সভাপতিকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে ওই ভূমিদস্যুরা। এ অবস্থায় লাইব্রেরির রাস্তা উদ্ধারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।