চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা তদন্তে কমিটি

সংগৃহীত

চট্টগ্রামে আকবর শাহ থানাধীন বেলতলী ঘোণা এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, তদন্ত কমিটিতে বাকি ছয় সদস্যের মধ্যে থাকবেন নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), সিটি করপোরেশন মেয়রের প্রতিনিধি, সিডিএ’র প্রতিনিধি, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, আকবরশাহ থানার ওসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি। গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, আকবরশাহ থানাধীন বেলতলী ঘোনা এলাকায় বিকাল ৫টা ৪৫ মিনিটে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় খোকা (৪৫) নামে একজন নিহত হন। তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির দাফনের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।