চাঁদপুরের হাইমচরে জাটকা ধরায় ২৩ জেলের কারাদন্ড

চাঁদপুরের হাইমচরে জাটকা ধরায় ২৩ জেলের কারাদন্ড

সংগৃহীত

চাঁদপুর জেলার হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স।

সোমবার দুপুরে আটক জেলেদের মধ্যে ২৩ জেলের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড এবং বাকী ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।

তিনি বলেন, রোববার দিবাগত রাত ৮ থেকে রাত আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ২৯ জেলেকে আটক করে। এ সময় কয়েকজন জেলে অভিযানে থাকা নৌকার মাঝির উপর আক্রমন চালায়। তবে বড় ধরণের কোন দূর্ঘটনা হয়নি। 

তিনি আরো বলেন, অভিযানে ১ লাখ ৯৫ হাজার মিটার কারেন্টজাল ও ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় শাহরাস্তি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ফারুক আহমেদ ও কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পেটি অফিসার মোহাম্মদ আসাদুর রহমান উপস্থিত ছিলেন

সূত্র: বাসস