ভোমরা সীমান্তে স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

ভোমরা সীমান্তে স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

সংগৃহীত

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ মোহাম্মদ নাফিজ শেখ (৩২) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক মোহাম্মদ নাফিজ শেখ (৩২) মুন্সিগঞ্জ জেলার কপিবাগ পঞ্চাশহর এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমসের সামনে থেকে তাকে আটক করেন।

ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমস অফিসের সামনে থেকে পাসপোর্টধারী যাত্রী নাফিজ শেখকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য তিনি ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২৯ লাখ ২২ হাজার টাকা।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।