দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিচার শুরু

দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিচার শুরু

দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালত এ অভিযোগ গঠনের আদেশ দেয়।

ব্যক্তিগত খরচে তারেক রহমান ও জোবায়দা রহমান আইনজীবী নিয়োগ করতে পারবেন না বলেও আদেশ দিয়েছেন বিচারক। এর আগে রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই দিন ‘পলাতক’ তারেক-জোবায়দার পক্ষে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে শুনানি করেন তাদের আইনজীবী। তবে দুদক এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছিলেন।

দুদকের এ মামলায় ২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবায়দার রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।