নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো সেনাবাহিনী

নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো সেনাবাহিনী

সংগৃহীত

রাজধানীর নবাবপুর সুরিটোলায় টিনশেড গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে যোগ দিল বাংলাদেশ সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১১টা ২২মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১০টা ৮মিনিটের দিকে ওই এলাকার আইয়ুব ভবনে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরো ৪টি ইউনিট সেখানে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদরদফরে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ধারণা করা হচ্ছে কারখানাটি প্লাস্টিকের। যে গলির ভেতরে আগুন লেগেছে সেখানে কয়েকজন আটকা পড়েছে। আগুন নেভানোর পাশাপাশি তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।