শান্তির জন্য অঞ্চল ছাড়বে না ইউক্রেন, বললেন জেলেনস্কি

শান্তির জন্য অঞ্চল ছাড়বে না ইউক্রেন, বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিন পিং প্রথমবারের মতো প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ এবং অর্থবহ কথা হয়েছে।’

টেলিফোন আলাপের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, শি জিনপিং জেলেনস্কিকে বলেছেন, ইউক্রেন যুদ্ধের সংকট জটিল পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে। ইউক্রেন যুদ্ধের ব্যাপক আন্তর্জাতিক প্রভাব রয়েছে। 

রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে বেইজিং সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছে। চীন এখন তাদের ইউরেসিয়ান বিষয়ক বিশেষ প্রতিনিধিকে ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে। 

শি জিনপিংয়ের সঙ্গে আলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শি জিনপিংয়ের সঙ্গে ঘণ্টাব্যাপী কথা হয়েছে। তারা ন্যায্য এবং টেকসই শান্তি চুক্তিতে পৌঁছাতে চীনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তবে ইউক্রেনের অঞ্চল ছাড় দিয়ে কোনো শান্তি চুক্তি হবে না বলে মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ‘১৯৯১ সালের সীমান্ত অনুসারে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনর্বহাল রাখতে হবে।’

সূত্র: সিএনএন