ঢাকায় স্বস্তির বৃষ্টি

ঢাকায় স্বস্তির বৃষ্টি

ঢাকায় স্বস্তির বৃষ্টি

তপ্ত আবহাওয়ার পর বৃষ্টিস্নাত হলো রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলেই নেমে এলো রাতের আঁধার, সেই সাথে ব্যাপক ঝড়-বৃষ্টি। এতে সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন চালকরা।

সকাল থেকে ঢাকার আকাশে রোদ ছিল। গরমে হাঁসফাঁস অবস্থা ছিল রাজধানীবাসীর। বিকেলের দিকে আকাশে কালো মেঘ জমতে শুরু করে। সাড়ে ৫টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়া। ক্রমে বাড়ে ঝড়ের তাণ্ডব। এতে সড়কে ধুলিঝড়ের সৃষ্টি হয়। প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। ধীরে ধীরে বাড়ে বৃষ্টির গতি। এ সময় ঢাকার অনেক এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সাথে ছিল বজ্রপাতও।

এদিকে, হঠাৎ বৃষ্টিতে অফিস থেকে ফেরার পথে ভোগান্তিতে পড়েন অনেকে। বৃষ্টি থেকে বাঁচতে অনেককে ছোটাছুটি করতেও দেখা যায়। দৌড়ে অনেকে আশ্রয় নেন যাত্রী ছাউনিতে। কাকভেজা হয়ে গণপরিবহনে ওঠেন অনেকে।কয়েকদিন বৃষ্টিহীন থাকায় ঢাকার তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঝড়-বৃষ্টির কারণে গরম অনেকটাই কমে স্বস্তি ফিরেছে ঢাকায়।