মাগুরায় বিএনপির ২৪ নেতাকর্মী জেলহাজতে

মাগুরায় বিএনপির ২৪ নেতাকর্মী জেলহাজতে

প্রতীকী ছবি

মাগুরা জেলা বিএনপির ২৪ নেতাকর্মীকে আজ বিস্ফোরক মামলায় জেলহাজতে পাঠিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ। বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মী আদালতে আত্মসমার্পণ করলে ৬ জনের জামিন মঞ্জুর করে বাকি ২৪ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২২ ফেব্রয়ারি মাগুরা শহরতলীর পারলা প্রাথমিক বিদ্যালয় এলাকার ঘটনা উল্লেখ করে পুলিশ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৩৬ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মাগুরা সদর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। আসামিরা গত ১ মার্চ ২৩ জন উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে আসামিরা গত ১১ এপ্রিল মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল জামিন শুনানীর জন্য দিন ধার্য করেন। সে মোতাবেক আসামীরা আজ মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমার্পন করলে বিজ্ঞ আদালত মেডিকেল গ্রাউন্ডে ৬ জনের জামিন মঞ্জুর করে এবং বাকি ২৪ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।