সুদানে অবস্থানরত সকল বাংলাদেশীকে নিবন্ধন করার আহ্বান শাহরিয়ারের

সুদানে অবস্থানরত সকল বাংলাদেশীকে নিবন্ধন করার আহ্বান শাহরিয়ারের

সুদানে অবস্থানরত সকল বাংলাদেশীকে নিবন্ধন করার আহ্বান শাহরিয়ারের

বর্তমান পরিস্থিতিতে আফ্রিকার দেশ সুদানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের সুদানস্থ দূতাবাসে গিয়ে নিবন্ধন করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।রবিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশী নাগরিকদের সুদান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার বিষয়ে জানাতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

তিনি জানান, সুদানে ১৫০০ বাংলাদেশী নাগরিক রয়েছে এবং এখন পর্যন্ত তাদের মধ্যে ৭০০ জন সুদানস্থ বাংলাদেশ দূতাবাসে নিবন্ধিত হয়েছেন।তিনি বলেন, ‘আগামী ২ মে আমরা ইতোমধ্যে নিবন্ধিত ৭০০ জন বাংলাদেশী নাগরিককে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।’ব্রিফিংয়ের আগে তিনি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা করেন।

জানা যায়, বন্দর সুদান থেকে ৭০০ বাংলাদেশীকে প্রথমে সৌদি আরবের জেদ্দা বন্দরে নিয়ে যাওয়া হবে।প্রতিমন্ত্রী বাকি বাংলাদেশী নাগরিকদের নিবন্ধন করার আহ্বান জানান কারণ কয়েকদিনের মধ্যেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে।তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৩৫ জন বাংলাদেশী নিরাপদে সুদান ছেড়েছেন।

সূত্র : ইউএনবি