ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ফেনী জেলা প্রশাসন

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত ফেনী জেলা প্রশাসন

সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সোনাগাজী উপজেলার সরকারি দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ট্যাগ অফিসার ঠিক করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম খুলেছে আনসার, পুলিশ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর। কৃষি বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কর্তনের বাকি থাকা ৫ শতাংশ বোরো ধান কেটে ফেলে।

জেলা প্রশাসক আরও জানান, তিন হাজার সিপিসি কর্মী, দেড় হাজার আনসার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের ২৭ জন,পল্লী বিদ্যুতের ২০০ জনবল প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচার, উপকূলবাসীকে আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার নির্দেশ, করাত কলের একটি টিম প্রস্তুত রাখা যাতে গাছপালা পড়লে দ্রুত ঠিক করা যায়, ১শ মেট্রিক টন চাল ও নগদ দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চারটি ইউনিয়নে প্রায় ৪৩টি আশ্রয়ণ প্রকল্প প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেকটি আশ্রয়ণ প্রকল্পে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। উপকূলের চারটি ইউনিয়নের ৫৬ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবদুল বাতেন, সহকারী পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিগণ।