ঢাকা-১০ আ’লীগ প্রার্থী শফিউল জয়ী

ঢাকা-১০ আ’লীগ প্রার্থী শফিউল জয়ী

ফাইল ছবি

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শনিবার ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিন লাখ ২১ হাজার ২৭৫ জন ভোটারের মধ্যে মাত্র ১৬ হাজার ৯৬৫ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণের হার ৫ দশমিক ২৮ শতাংশ। আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন ১৫ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন। তিনি ১৫ হাজার ৯৫৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি পেয়েছেন ৮১৭ ভোট।

যদিও ভোট শেষ হওয়ার পরপরই বিএনপির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেয়াসহ নানা অভিযোগ করেন তিনি। জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ৯৭ ভোট। প্রগতিশীল গণতান্ত্রিক দলের কাজী মুহাম্মদ আবদুর রহিম ৬৩, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ১৫ ও বাংলাদেশে কংগ্রেসের মো. মিজানুর রহমান ১৮ ভোট পেয়েছেন।