চলন্ত বাস থেকে পড়ে জাবি শিক্ষার্থী আহত, প্রতিবাদে ৮ বাস আটক

চলন্ত বাস থেকে পড়ে জাবি শিক্ষার্থী আহত, প্রতিবাদে ৮ বাস আটক

সংগৃহীত

স্টপেজে না থামায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পরিবহনের ৮টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনায় দোষীদের শাস্তি ও আহতের চিকিৎসার সকল খরচ পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে হবে।

ভুক্তভোগী হাসান মাহমুদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

এ বিষয়ে ভুক্তভোগী হাসান মাহমুদ বলেন, আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকায় বাস থেকে নামতে একটু দেরি হচ্ছিল। ওই সময় বাসটি দ্রুত টান দিয়ে চলে যায়। এতে আমি রাস্তায় পড়ে পায়ে আঘাত পাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে শুনেছি। রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমাদের ছাত্র এই দুর্ঘটনার শিকার। তাই তার চিকিৎসার সকল ব্যয়ভার পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে হবে। আমরা পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।