লোহাগাড়ায় ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৫

লোহাগাড়ায় ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৫

ছবি:সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।শনিবার (২২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিসের সামনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১৫ জনের মধ্যে এখনো পর্যন্ত ১৩ জনের পরিচয় মিলেছে তারা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনার আব্বাস উদ্দিনের দুই ছেলে জসীম উদ্দিন (৩৩) ও তাওরাফ হোসেন বেলাল (১৮), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর মোহাম্মদ বাদশা (৩৮), চকরিয়ার উত্তর হারবাংয়ের পুত্র আবদুস সালাম (৭০), লোহাগাড়ার চুনতি মীরখিলের সিরাজুল ইসলাম (৪০), মোহাম্মদ রুবেল (২০), জহির উদ্দিন (২৮), উত্তর কলাউজানের মোহাম্মদ এনাম (৪৪), অজ্ঞাত আবদুর রশিদ (৫০), লেগুনা চালক চকরিয়ার ফরহাদ উদ্দিন (১৮) ও হেলপার খুটাখালী গর্জনীয়া পাহাড় এলাকার নূর মোহাম্মদ সুমন (১৫)।

 

দোহাজারি হাইওয়ে থানার ওসি ইয়াসিন আরফাত জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা লবণবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ১০ জন মারা যান।পরে বিভিন্ন হাসপাতালে আরো ৫ জন মারা যান।