সুপ্রিম কোর্ট বারে ভাঙচুর : বিএনপিপন্থী ১৫০ আইনজীবীর বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্ট বারে ভাঙচুর : বিএনপিপন্থী   ১৫০ আইনজীবীর বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্ট বারে ভাঙচুর : বিএনপিপন্থী ১৫০ আইনজীবীর বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর, চুরির অভিযোগে বিএনপিপন্থি ১৫০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জন আইনজীবীর নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার রাতে বারের সহকারী সুপারিন্টেডেন্ট মো. রফিকউল্লাহ বাদী হয়ে শাহাবাগ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় আসামি  করা হয়েছে- বিএনপির যুগ্ম মহাসচিব ও বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন,  বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, বারের এডহক কমিটির আহ্বায়ক মো. মহসিন রশিদ, এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব।