এশিয়া কাপ শ্রীলঙ্কায় হতে পারে : পাপন

এশিয়া কাপ শ্রীলঙ্কায় হতে পারে : পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন

এশিয়া কাপ শ্রীলঙ্কায় হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘এসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কবে জানানো হবে, সেটাও বলা মুশকিল। তবে এখন দু’টি পথ খোলা আছে। একটি হাইব্রিড মডেল। অন্যটি যেকোনো এক দেশে পুরো আসরের আয়োজন। হাইব্রিড মডেল হলে পাকিস্তান ও আরব আমিরাত হবে। আর একটি ভেন্যু হলে শ্রীলঙ্কারই সুযোগ বেশি।’

বাংলাদেশকেও ভেন্যু হিসেবে রাখতে চাওয়া হয়েছিল দাবি করে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশকে প্রস্তাব দেয়া হয়েছিল। যেহেতু তখন বৃষ্টি থাকবে, এদিকে খেলাটাও ওয়ানডে, তাই প্রস্তাবটি গৃহীত হয়নি। টি-টোয়েন্টি হলে একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে ওই সময় খেলানো সম্ভব হবে নয়। সেজন্য আমাদের প্রস্তাব দেয়া হলে বলেছি, এই সময়ে খেলা সম্ভব না।’

উল্লেখ্য, এশিয়া কাপ নিয়ে সংশয়ের সমাধান এখনো হয়নি। ভারত-পাকিস্তানের রাজনৈতিক মারপ্যাঁচে দেখা দিয়েছে নানা শঙ্কা। সেখান থেকে উত্তরণের পথ খুঁজে বেড়াচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। হাইব্রিড মডেলের পরিকল্পনা করলেও তাতে বাঁধ সেধেছে বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের একক কিংবা প্রস্তাবিত হাইব্রিড মডেল থেকে বেরিয়ে এসে টুর্নামেন্টটি গড়াতে পারে শ্রীলঙ্কাতেও!