জামালপুরে বজ্রপাতে শ্রমিক নিহত, হাসপাতালে ২

জামালপুরে বজ্রপাতে শ্রমিক নিহত, হাসপাতালে ২

প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

সোমবার (২২ মে) মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২১ মে) বিকেলে উপজেলার খরকা বিলের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫)।

আহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ছেলে ফয়সাল (২০) ও কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৪৭)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে জহুরুল ড্রেজার দিয়ে মাটি কাটছিল। পরে আকস্মিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় শ্রমিকরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এখন তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

উপপরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।