নাফ নদী পার হয়ে আসা ১৮ রোহিঙ্গা ও ৫ দালাল আটক

নাফ নদী পার হয়ে আসা ১৮ রোহিঙ্গা ও ৫ দালাল আটক

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদী পাড়ি দিয়ে অবৈধভাবে আসা ১৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও পাঁচ দালালকে আটক করেছে পুলিশ।টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো: আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দালালদের সহায়তায় কয়েক দিন আগে এসব রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তবে তাদের গন্তব্য কোথায় জানা যায়নি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

আটক রোহিঙ্গাদের মধ্যে পাঁচজন নারী, ছয়জন পুরুষ, সাত শিশু রয়েছে।

এ ঘটনায় জড়িত পাঁচজন দালালকে আটক করা হয়েছে। আটক দালালরা হচ্ছে নাইট্টংপাড়া এলাকার মো: জাহিদ (৩০), জামাল (৩৮), হাজেরা (৫০), সদর ইউনিয়নের বরইতলী এলাকার ইউনুছ ও দ্বীন ইসলাম।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।