যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে ৮ম ব্যাচের ছাত্রীদের পর্ব সমাপনি অনুষ্ঠান

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে ৮ম ব্যাচের ছাত্রীদের পর্ব সমাপনি অনুষ্ঠান

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে ৮ম ব্যাচের ছাত্রীদের পর্ব সমাপনি অনুষ্ঠান

আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোরের ৮ম ব্যাচের ছাত্রীরা কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেজ এনডিং প্রোগ্রাম উদযাপন করেছে। 

সোমবার (২৯ মে) দুপুরে মেডিকেল কলেজের ডিজিটাল লেকচার গ্যালারীতে অনুষ্ঠানটির আয়োজন করেন ৫ম বর্ষের দেশি-বিদেশী ছাত্রীরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। আরও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ডা. সন্জয় সাহা, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সায়মা হাফিজ সিমি, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এএসএম আব্দুর রহমান, ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মীর মুয়ীদুল ইসলাম, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্পূর্ণা সেন ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুরভী ইরা সুচী।

বক্তারা বলেন, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রফেশনাল পরীক্ষাগুলোতে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। আগামীতে তাদের ফলাফল আরও ভাল করার প্রত্যয়ে নিয়মিত পড়ালেখা করার আহবান জানান শিক্ষকরা।

অনুষ্ঠানে সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ভুইয়া, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো: মোয়াজ্জেম হোসেন, মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক ডা. মোস্তফা সুমন আল রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং ৫ম ও ৪র্থ বর্ষের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫ম বর্ষের বিদেশী ছাত্রী সৈয়দ সিজা গিলানী এবং দেশি ছাত্রী ফাতেমাতুজ্জোহরা।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন অধ্যক্ষ ডা. মো: গিয়াস উদ্দিন ও উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির।