সাগরে ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার

সাগরে ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার

সংগৃহীত

কক্সবাজারে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলার থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। বুধবার (৩১ মে) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১৬ মে এফভি জুনায়েদ নামের একটি ফিশিং ট্রলার ভোলার মনপুরা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। একপর্যায়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সেটি সমুদ্রে ভাসতে থাকে।’

আব্দুর রহমান বলেন, ‘গতকাল বিকল হয়ে যাওয়া ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরবর্তীতে জেলেরা কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে উদ্ধার সহায়তা চায়। তবে, সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে কোনও তথ্য তারা দিতে পারেননি । খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।’

তিনি আরও বলেন, ‘বুধবার দুপুরে মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। এ সময় জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেরা সবাই ভোলার মনপুরার বাসিন্দা।’