বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

সংগৃহীত

বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯। সোমবার (৫ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানা ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য দিয়েছে।

ভূমিকম্পটি ১৫ দশমিক ৩২ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৮৪ দ্রাঘিমাংশে কেন্দ্রীভূত হয়েছিল। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এটি ভারতের বঙ্গোপসাগরে অবস্থিত। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য গত সাত মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে, ১ জানুয়ারি ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে এই অঞ্চলে কেঁপে উঠেছিল। ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ৩৬ কিলোমিটার গভীরে।

একই দিনে ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প ভারতের হরিয়ানার ঝাজ্জারের উত্তর-পশ্চিম কেঁপে ওঠে।

গত বছরের ডিসেম্বরের শুরুতে ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। সূত্র লাইভ মিন্ট।