স্কুলের টাকা বাকি থাকায় ছাত্রীর আত্মহত্যা

স্কুলের টাকা বাকি থাকায় ছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্কুলের বাকি থাকা পাওনা টাকা ও পরীক্ষার ফি কম দেওয়ায় মায়ের ওপর অভিমান করে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার (৫ জুন) রাতে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে লাবনী আক্তার (১৩)। তিনি রুদ্রবয়ড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

লাবনীর বাবা লাল মিয়া জানান, আগামী ৭ জুন থেকে লাবনীর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। লাবনী বাড়িতে জানায়, তার পরীক্ষার ফি ও মাসিক বেতনসহ ২ হাজার ২০০ টাকা বকেয়া। লাবনীর মা সোমবার সকালে স্কুলে যাওয়ার আগে তাকে ১ হাজার ১০০ টাকা দিয়ে বাকি টাকা পরে দিতে চান। এতে লাবনী অভিমান করে স্কুলে না গিয়ে নিজ ঘরের ধর্নার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এসআই আমজাদ হোসেন জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।