ধর্মঘটে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি

ধর্মঘটে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি

সংগৃহীত

মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ১১ জুন থেকে ১৩ জুন ৩ দিন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। ১৩ জুন জেলাপর্যায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বাজেট পাসের আগে জাতীয়করণের ঘোষণা না দিলে ১১ জুলাই থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে বিটিএ।

সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, একসঙ্গে সব প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে তা না। আমরা চাই ঘোষণা। এরপর ধাপে ধাপে করলেই হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দ্বারা। কিন্তু দুঃখের বিষয় এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, সিনিয়র সদস্য রঞ্জিত কুমার সাহা বক্তব্য রাখেন।