৩ ঘণ্টা পর নিভল ওয়ারীর আগুন

৩ ঘণ্টা পর নিভল ওয়ারীর আগুন

সংগৃহীত

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতের সময় লাগা আগুন ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন ভোর পৌনে ছয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতের সময় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি আরও বলেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওয়ারীতে গ্যাসলাইনে লাগা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন লাগার ঘটনায় পাশের একটি বহুতল ভবন পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।