রূপপুর বিদ্যুৎ প্রকল্পে লোহা চুরির সময় আটক ৪

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে লোহা চুরির সময় আটক ৪

সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লোহা চুরি করার সময় চার কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (৯ জুন) রাতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বূরামপুর এলাকার শীপন প্রামানিকের ছেলে তামিম ইসলাম (১৮), মৃত সেন্টু প্রামানিকের ছেলে রায়হান (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮), ও চর রুপপুর বিশ্বাস পাড়ার লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (১৮)।

জানা গেছে, রাতে লোহা চুরির উদ্দেশ্যে ৭-৮ জন কিশোর নদী পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর আটককৃতরা তাদের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজে ব্যবহৃত মুল্যবান বিভিন্ন সামগ্রী চুরি করতে থাকে। ঘটনা টের পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় কিশোর গ্যাং এর বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে আটককৃতদের রুপপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে সেনাবাহিনী।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান পারভেজ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যা চেষ্টা, ডাকাতি, অটো ছিনতাই, চুরি সহ আগের একাধিক মামলা রয়েছে।