‘কোনো দেশ সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি’-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘কোনো দেশ সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি’-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংগৃহিত ছবি।

রবিবার (১১ জুন) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দেশের কাছ থেকে সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক সংলাপের প্রস্তাব বা পরামর্শ পাননি।

তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সাংবিধানিক বিধান বহির্ভূত কোনো কাঠামোগত পরামর্শও আমরা পাইনি বিদেশি মহল থেকে।

প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্ব কেন এমন কথা বলছে, সে ব্যাপারে কোনো ধারণাও নেই তার।

রাজনৈতিক সংলাপ শুরু করার বিষয়ে সরকার কোনো বিদেশি রাষ্ট্রের চাপের মধ্যে আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাপের কথা ভুলে যান, আমরা কোনো দেশ বা সংস্থার কাছ থেকে এমন কোনও প্রস্তাব পাইনি।

জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো প্রয়োজন নেই। যুদ্ধ বা ব্যাপক সংঘাতময় পরিস্থিতিতেই জাতিসংঘকে ভুমিকা রাখতে হয়।’

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কাজ করছে এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা আসবেন। এদেশ সফরকালে বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসির নির্দেশনা মেনে চলবে।