পাল্টা আক্রমণের প্রথম সাফল্য : ৩ গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

পাল্টা আক্রমণের প্রথম সাফল্য : ৩ গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে তিনটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বহুল অনুমিত পাল্টা আক্রমণে এটিকে প্রথম সাফল্য বিবেচনা করা হচ্ছে। দনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেসকুচন ও মাকারিভকা নামের গ্রাম তিনতে তারা এই বিজয় অর্জনের দাবি করেছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা হামলা শুরুর কথা জানান। তবে মস্কো এখন পর্যন্ত এই দাবি নিশ্চিত করেনি। তারা বরং এই অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করার কথা বলেছে।

ইউক্রেনের সৈন্যরা গ্রাম তিনটি জয় করে একটি বোমাবিধ্বস্ত ভবনে ইউক্রেনের পতাকা উড়িয়ে দেয়। এই জয়ের খবর একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে ইউক্রেনের বাহিনী।

ইউক্রেনের তাভরিয়া সামরিক সেক্টরের মুখপাত্র ভ্যালেরি শেরশেন বলেন, আমরা পাল্টা হামলার প্রথম সাফল্য দেখছি।


এদিকে ইউক্রেন জানিয়েছে, জাপোরিঝঝিয়ায় এলাকায় রাশিয়া আরেকটি ড্যাম উড়িয়ে দিয়েছে। এর আগে গত সোমবার নোভা কাখোভকা ড্যাম উড়িয়ে দেয়া হলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়।

সূত্র : আল জাজিরা ও বিবিসি