ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি আর নেই

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি আর নেই

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি আর নেই

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি আর নেই। তার বয়স হয়েছিল ৮৬ বছর।দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো সোমবার টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।সাম্প্রতিক মাসগুলোতে বার্লুসকোনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বার্লুসকোনি ২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি এটাকে জীবনের সবচেয়ে জটিল পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছিলেন।গত এপ্রিলে তার চিকিৎসকরা জানিয়েছিলেন যে তিনি লিউকোমিয়া ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন।গত শুক্রবার তাকে মিলানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বার্লুসকোনির রাজনৈতিক দল ফোরজা ইতালিয়া গত মেয়াদে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে যৌথভাবে সরকার গঠন করেছিল, যদিও সে সরকারে তার সম্পৃক্ততা ছিল না।রাজনৈতিক নেতা হওয়ার আগে বিলিয়নিয়ার ব্যবসায়ী গঠন করেছিলেন ইতালির সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি।তবে রাজনৈতিক জীবনে তাকে মোকাবেলা করতে হয়েছে অনেকগুলো আইনি ও যৌন কেলেঙ্কারির জটিলতা।

সূত্র : আলজাজিরা