ঘূর্ণিঝড় বিপর্যয় আগামীকাল বিকেলে ভারত-পাকিস্তানে আঘাত হানবে

ঘূর্ণিঝড় বিপর্যয় আগামীকাল বিকেলে ভারত-পাকিস্তানে আঘাত হানবে

সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের গুজরাটে কুচ ও পাকিস্তানের করাচিতে আঘাত হানবে ঘূর্ণিঝড় বিপর্যয়। ক্ষয়ক্ষতি মোকাবেলায় বিশেষ বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের আবহাওয়া দপ্তর সংশ্লিষ্ট এলাকায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেছে। জানিয়েছে সৌরাষ্ঠ ও কুচের সমুদ্র ভয়াবহ উত্তাল থাকবে। বৃহস্পতিবার তা ভয়ংকর রূপ ধারণ করতে পারে। এসময় ওই এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাবে। 

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজও শুরু করেছে ভারত সরকার। গুজরাট, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র ও লাক্ষাদ্বীপের জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। 

অন্যদিকে পাকিস্তান সরকারও সিন্ধ ও বালুচিস্তান প্রশাসনকে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করতে বলেছে। করাচির সিভিউ রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। 

সূত্র: এনডিটিভি, ডন