শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাত কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসময় একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। 

আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‌‌‘কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাত কেজি সোনা জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।’

এ বিষয়ে কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।